সারাদেশ

শরণখোলায় লামিয়া নামের এক কিশোরীর আত্মহত্যা

শরণখোলায় লামিয়া নামের এক কিশোরীর আত্মহত্যা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:০৭

বাগেরহাট শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়েন্দা বাজার খানবাড়ির শাহীনুর বেগমের বাসায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার উপজেলার রাজৈর গ্রামের মো. সোহরাব হাওলাদারের মেয়ে। লামিয়া তার মায়ের সাথে শাহীনুর বেগমের বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার। পরে তার মা ময়না বেগম দেখতে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন এরপর খবর পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে কী কারণে কিশোরী আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। শরণখোলা থানার সাব ইন্সপেক্টর আজিজ বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।