সারাদেশ

দশম শ্রেণীর ছাত্রের অসাধারণ আবিষ্কার! নিজ হাতে তৈরি ড্রোনে কৃষিক্ষেত্রে বিপ্লবের স্বপ্ন

দশম শ্রেণীর ছাত্রের অসাধারণ আবিষ্কার! নিজ হাতে তৈরি ড্রোনে কৃষিক্ষেত্রে বিপ্লবের স্বপ্ন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:৩৫

ফুলবাড়ী রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. আতিক হাসান নিজের অক্লান্ত পরিশ্রমে একটি ড্রোন তৈরি করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অল্প বয়সেই তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ তাকে এই সাফল্যের মুখোমুখি করেছে।
আতিকের তৈরি ড্রোনটি কেবল একটি মডেল নয়, বরং এটি কৃষিকাজে ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণার একটি উদাহরণ। সে ভবিষ্যতে আরও উন্নত ড্রোন তৈরি করে কৃষকদের কাজে সহায়তা করার স্বপ্ন দেখে। তার এই আবিষ্কারটি বড় পরিসরে করা হলে কৃষি খাতে নতুন এক যুগের সূচনা করতে পারে বলে আতিক মনে করছেন। আতিকের কথা, "আমি ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলাম। ড্রোন সম্পর্কে জানার পর থেকেই এটি তৈরি করার ইচ্ছা জাগে আমার মনে। আমি মনে করি, ড্রোন কৃষিকাজে অনেক উপকারে আসতে পারে। যেমন, ফসলের ছবি তোলা, সার ছিটিয়ে দেয়া, কীটনাশক ছিটিয়ে দেয়া ইত্যাদি।" আতিকের শিক্ষকরা বলছেন, "তার এই অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। আতিকের মতো মেধাবী ছাত্রদের উৎসাহিত করার জন্য স্কুল কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত। আমরা আশাবাদী সে ভবিষ্যতে অনেক বড় পর্যায়ে পৌঁছাবে।" আতিকের এই সাফল্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সবাই তার এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, "আতিকের মতো তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাকে আরও উৎসাহিত করার জন্য সরকার ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা উচিত।"