নাটোরে লালপুরে মাদ্রাসা সহ ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে লালপুর থানায় ভাঙচুর ও লুটপাটের একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
গত (৫ ও ৬ আগস্ট) স্বৈরাচার শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে মোছাঃ হাফিজ বেগম (৫১) বাড়িতে এই তান্ডব চালায় দুর্বৃত্তরা। এতে করে তার বাসার পার্শ্বে একটি মক্তব মাদ্রাসা ও বাড়িঘর ভাংচুর সহ লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাফিজা একই গ্রামের মোঃ জাবেদ হোসেনের স্ত্রী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের মোছাঃ হাফিজা বেগম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন আমার স্বামীর বাতিতিতা মৌজায় ৪৯২ খতিয়ানে ৫৮ শতাংশ জায়গা আছে এই জায়গাতে কোট থেকে আমরা দুইটা ডিগ্রী পেয়েছি। এখানে জবরদখল করে জাহাঙ্গীর আলম ছেলা ভাড়াটে গুন্ডা ২০/২৫ জন কে নিয়ে এসে আমার বাসার সামনে মক্তব মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চারা তখন খাচ্ছিল এ সময় তারা মাদ্রাসা ভাঙচুর করে এবং বাচ্চারা চিৎকার করতে থাকে আমি বের হয়ে দেখি তারা দেশীয় অস্ত্র ও ডেগার নিয়ে ভাঙচুর করতে থাকে বলে আমাদেরকে উচ্ছেদ করে দেবে এবং আমাদের বাসা সহ ভাঙচুর করতে থাকে আমার দুই বেটার বউ নিষেধ করলে তাদেরসহ মারতে থাকে ও ভাঙচুর করে আমার বাসার সোনা দানা টাকা পয়সা সহ লুটপাট করে নিয়ে চলে যায়।
অভিযুক্তরা হলেন, বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত তায়েজ প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম ছেলা, জুলু হোসেন, একই গ্রামের মৃত দুঃখ কসাই এর ছেলে ইমরান হোসেন, সাইদুর রহমানের ছেলে নাহিদ ও খোকন, জাহাঙ্গীর আলম ছেলার ছেলে সাগর, জুলু হোসেনের ছেলে মধু হোসেন, মৃত জবান পরামানিকের ছেলে আল্টু প্রামানিক, শাহবাজের ছেলে জিল্লু ও মৃত লুৎফর রহমানের ছেলে রায়হান।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম ছেলা সাংবাদিকদের বলেন আমার বাবার কেনা সম্পত্তি আমি খারিজ খাজনা সব কমপ্লিট করে রেখেছি তারা আমার জমি জবর দখল করে রেখেছে। আমি ভাঙচুর বালুট পাঠ করিনি আমি কোন গুন্ডা পান্ডার্ম নিয়ে যায়নি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, এ বিষয়ে ছয় জনকে আটক করা হয়েছে বিচার প্রক্রিয়াধীন আছে।
মতামত