নারী চিকিৎসকে ধর্ষণের পর হত্যা, অবশেষে সন্দীপ ঘোষ গ্রেফতার

নারী চিকিৎসকে ধর্ষণের পর হত্যা, অবশেষে সন্দীপ ঘোষ গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৩৩

ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন চিকিৎসক ও আর জি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে সিবিআই।
১৬ দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে মামলার তদন্তকারি সংস্থা সিবিআই গ্রেফতার করেন বহুল আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে। গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে রাতের ডিউটি করার সময় ধর্ষণের পর খুন হন নারী চিকিৎসক। এই ঘটনার পর অভিযোগের আঙুল ওঠে তৎকালীন হাসপাতালটির অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের দিকে। হাসপাতালে নানা অব্যবস্থাপনাসহ অবৈধ চক্র চালানোর মতো তথ্য প্রমাণও হাতে আসে গোয়েন্দাদের। নারী চিকিৎসক খুন হওয়ার পর তথ্য প্রমাণ লোপাটের বড় ভূমিকা ছিল সন্দীপ ঘোঘের- এমনটাও মনে করছেন গোয়েন্দারা। শুধু সন্দীপ ঘোষ নন, চিকিৎসক খুনের ঘটনায় রহস্যজনক ভূমিকা নেয়ার অভিযোগ উঠে খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও। যার ফলে তার পদত্যাগের দাবিতে সোমবার দুপুরের পর থেকে উত্তাল হয়ে উঠে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার এলাকা। গানে গানে মিছিলে স্লোগানে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবির এই আন্দোলনে শামিল হন সাধারণ মানুষও। নির্মম এই ঘটনার প্রতিবাদে কলকাতাসহ গোটা দেশের চিকিৎসকদের সঙ্গে নাগরিক সমাজের আন্দোলনও চলছে। সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক আন্দোলনও। সোমবার রাজ্যজুড়ে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। গেরুয়া শিবিরের পাশাপাশি আন্দোলনের নামছে বাম-কংগ্রেসও। মঙ্গলবার থেকে রাজপথে থাকবে এই দুই শিবিরও। ফলে আগামী কয়েক দিন নারী চিকিৎসককের ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলন আরো মারমুখো হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্ষণবিরোধী কঠিনতমত সাজা নিশ্চিত করতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিল পাস করবে মমতা প্রশাসন।
সুত্র: সময় টিভি
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন