সারাদেশ

রুপপুরে সড়ক ডিভাইডারে ট্রাকের ধাক্কা, নারী নিহত

রুপপুরে সড়ক ডিভাইডারে ট্রাকের ধাক্কা, নারী নিহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:০৯

পাবনা ঈশ্বরদীতে সড়ক ডিভাইডারে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোছাঃ রিনা খাতুন (৪৮) নিহত হন। নিহত রিনা খাতুন উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মনসুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কুষ্টিয়া থেকে একটি ট্রাক দ্রুত গতিতে রূপপুর মোড়ের দিকে আসছিল, রুপপুর মোড়ে মুখোমুখি অবস্থায় পিকআপ আসলে সংঘর্ষ এড়াতে ট্রাকটি সড়ক ডিভাইডারেধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সড়ক ডিভাইডারে চাপা পড়ে রিনা খাতুন নিহত হন। ট্রাক ও পিকআপ রূপপুর পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।