সারাদেশ

তাড়াশ ১৪৪ ধারা ভঙ্গ করে জমির ধান ও গাছ কর্তন

তাড়াশ ১৪৪ ধারা ভঙ্গ করে জমির ধান ও গাছ কর্তন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৭:০৬

সিরাজগঞ্জের তাড়াশে ১৪৪ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় জমির ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তাড়াশ পৌর সদরের কোনাই পাড়া মহল্লায় । জানা গেছে, তাড়াশ পৌর সদর এলাকার বাসিন্দা রিপন মাল গংয়ের ১ একর ৩২ শতাংশ পৈত্রিক সম্পত্তির মধ্যে ৮১ শতাংশ জমিনিযে একই এলাকার কোনাই পাড়ার শ্রী নিত্য চন্দ্র কোনাই গংযের সাথে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং এম আর কেস নং ২৪৪ ( অতিঃ) / ২০২৪, ফৌ. কার্য বিধি ১৪৪। উক্ত মামলাটি বিচারাধীন থেকে এখন চুড়ান্ত পর্যায় এসে পৌছাছে। কিন্তু গত ২২ এপ্রিল নিত্য গংয়ের লোকজন ওই বিবাদমান জায়গায় জোড় পূর্বক মাটি ফেলা ও গাছ কর্তন করে। এ ঘটনায় রিপন গং ২৩ এপ্রিল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে ওই বিবাদমান জায়গার উপর স্থিতি চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই জায়গার উপর ১৪৪ ধারা কার্যকর করতে থানা পুলিশের মাধ্যমে নোটিশ জারি করেন। আর এতে নিত্য গংয়ের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে শনিবার সকালে সন্ত্রাসী কায়দায় ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদমান ওই জায়গায় রোপন করা কাঁচা- পাকা বোরো ধান কেটে ফেলে। এ ব্যাপারে নিত্য কোনাই বলেন, বিবাদমান জায়গায় যে নোটিশ করেছে তাতে ১৪৪ ধারা জারি হয়নি। আমারা এ ১৪৪ ধারা মানি না। আমরা আইনের স্মরণাপন্ন হবো। অপর দিকে রিপন মাল বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জাল কাগজ পত্র দেখিয়ে দখল নেয়ার চেষ্টা করছে। যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারা মামলায় হেরে যাওয়ার ভয়েগ জোড়পূর্বক আমাদের জায়গা দখল করতে যায়। আমরা আদালতের স্মরণাপন্ন হলে বিজ্ঞ আদালত ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ প্রসঙ্গে থানার উপ- পরিদর্শক মো. ওমর ফারুক জানান, ১৪৪ ধারা ভঙ্গ করা অপরাধ। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।