সারাদেশ

কিশোরগঞ্জে ৮৩ কেজি গাঁজা ও পিকআপসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জে ৮৩ কেজি গাঁজা ও পিকআপসহ একজন গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১:২৪

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় পাচারকালে ৮৩ কেজি গাঁজা ও একটি পিকআপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মো. রকিব (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। শুক্রবার, ৩০ অগাস্ট ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চৌকি স্থাপন করে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।