সারাদেশ

শাহজাদপুরে ‘দ্রোহে ও প্রেমে রবীন্দ্র নজরুল স্মরণ’ অনুষ্ঠান

শাহজাদপুরে ‘দ্রোহে ও প্রেমে রবীন্দ্র নজরুল স্মরণ’ অনুষ্ঠান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, বিকাল ৫:২৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে জে জে কল্যাণ ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘দ্রোহে ও প্রেমে রবীন্দ্র নজরুল স্মরণ’ শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্র থিয়েটার শাহজাদপুরের আয়োজনে গত শুক্রবার (৩০আগষ্ট) বিকেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে”—এই প্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র থিয়েটারের সভাপতি মো: মাহবুবুর রহমান মিলন। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও তাঁদের অনন্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতহিংহ শুভ, এবং শিক্ষক অনুরাধা মন্ডল। তাঁদের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে দুই মহাকবির সাহিত্যিক দিক ও তাঁদের সৃষ্টি সমগ্রের অনুপ্রেরণা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্র ও নজরুল সংগীত এবং গজল পরিবেশনা। গান পরিবেশন করেন ইয়াতহিংহ শুভ, অনুরাধা মন্ডল, রাকিবুল শুভ্র, বুলবুল আহমেদ, রাশেদুল ইসলাম, মো: আনিউজ্জামান, মীর বাবুল এবং রবিউল ইসলাম। তাঁদের সুরের মূর্ছনায় বিমোহিত হন উপস্থিত দর্শকরা। এছাড়াও নজরুলের কবিতা পাঠ করেন মঞ্চ অভিনেতা ও সাংবাদিক বাবুল হাসান। আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ইমন হাসান, শান্তব্রত সাহা, বকুল হোসেন, অপু রায়, এবং সজিব হোসেন। পুরো অনুষ্ঠানটি এক পর্যায়ে বৈঠকী গানের আসরে রূপ নেয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্চ অভিনেতা আহসান হাবীব। অনুষ্ঠান শেষে রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদি হাসান হিমু উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, "রবীন্দ্র-নজরুলের সাহিত্য ও সঙ্গীতের চর্চা আমাদের সমাজ ও সংস্কৃতির জন্য অপরিহার্য। এই ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মের মধ্যে তাঁদের সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ জাগাবে।" এই অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আদর্শকে তুলে ধরার চেষ্টা করা হয়, যা সকলকে অনুপ্রাণিত করে।