সারাদেশ

বন্যার্তদের জন্য চিলাহাটিবাসীর লক্ষাধিক টাকা প্রেরণ

বন্যার্তদের জন্য চিলাহাটিবাসীর লক্ষাধিক টাকা প্রেরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, রাত ৯:২২

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ১ লাখ ৬১ হাজার ৩৬১ টাকা পাঠিয়েছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জনপদের বাসিন্দারা। গত ৪ দিন যাবৎ উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটির বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ করে তরুণ সমাজের স্বেচ্ছাসেবকরা। জনপদটির বিভিন্ন হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ৬১ হাজার ৩৬১ টাকা সংগ্রহ করেন তারা। বৃহস্পতিবার (২৯শে আগস্ট) দুপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের চিলাহাটি শাখা থেকে মোছাঃ খুরশিদ জাহান লিসার একাউন্ট থেকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর বিশ্বস্ত মাধ্যম \'আস-সুন্নাহ ফাউন্ডেশন\'-এর হিসাবে সংগ্রহকৃত সকল অর্থ প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অর্থ উত্তোলনের সমন্বয়কারী মোঃ শরীফ বিল্লাহ বলেন, দেশের ক্রান্তিলগ্নে আকস্মিক বন্যার খবরে উত্তর সীমান্তের চিলাহাটি জনপদের মানুষের মাঝে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়। তারা সবাই মিলে সাহায্য-সহযোগিতা করেন। যার ফলে গত ৪ দিনে আমরা ১ লাখ ৬১ হাজার ৩৬১ টাকা সংগ্রহ করতে পেরেছি। যা আজ আমাদের বিশ্বস্ত মাধ্যম আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাংক একাউন্টে প্রেরণ করা হয়েছে।