সারাদেশ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্যানেল চেয়ারম্যান আকতার

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্যানেল চেয়ারম্যান আকতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:৩৭

ব্যক্তিগত কারনে দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মো আকতার হোসেন।
বুধবার (২৮ আগস্ট ) তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা সুইচিং মং মারমা কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার (২৮ আগস্ট ) দুপুরে পদত্যাগপত্র গ্রহণের তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো আকতার হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করবো। এ ব্যাপারে মো আকতার হোসেন বলেন,আমার পারিবারিক ও ব্যক্তিগত কারনে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন