সারাদেশ

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার উদ্যোগে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার উদ্যোগে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৬:৩৭

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যেগে  ২৬ ও ২৭ এপ্রিল ২০২৪  সংস্থার শিবের হাট কার্যালয়ে মাইটভাঙ্গা, সারিকাইত ও মগধরা ইউনিয়নের নারী দল সদস্যদের ব‍্যবসায় আয় বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়নের জন্য বাড়ির পাশে শাক সবজি তথা কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে  প্রধান রিসোর্স পারসন হিসাবে  প্রশিক্ষণ পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন । প্রশিক্ষণে কোন সিজনে কোন শাকসবজির চারা রোপন করা হবে, তাদের পরিচর্যা কিভাবে করতে হবে, সার বীজ কিটনাশক ঔষধের ব‍্যবহার কিভাবে করতে হবে তা আলোচনা হয়। সেই সাথে বিভিন্ন ফসল চাষ কিভাবে করতে হয়, কোন সময় কোন ফলের চারা রোপন করতে হয় তাদের যত্ন কিভাবে নিতে হয় তা আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে প্রত‍্যেক অংশগ্রহণকারীকে প্রত্যেক কে  তাদের ব‍্যবসার আয় বৃদ্ধির বীজ, সার ক্রয় করার জন্য চার হাজার টাকা প্রদান করা হয়। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব‍্যবস্থাপক মোঃ শামসুদ্দীন উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগম প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রাশেদ এবং ফরিদা ইয়াছমিন।