সারাদেশ

তাড়াশে শিশুপার্ক পরিদর্শন করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

তাড়াশে শিশুপার্ক পরিদর্শন করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:২৬

সিরাজগঞ্জের তাড়াশে পৌরশিশু পার্ক পরিদর্শন করলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও পৌর প্রশাসক মো. খালিদ হাসান। বুধবার (২৮ আগস্ট) বিকেল তাড়াশ পৌর সভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে তিনি ওই পৌর শিশু পার্ক টি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, তাড়াশের ঐতিহ্যবাহী পৌর শিশুপার্কটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাড়াশসহ পার্শ্ববর্তী এলাকার আনন্দ পিপাসু দর্শানার্থীরা চিত্তবিনোদনের জন্য এখানে বেড়াতে আসেন। শিশুপার্ক টি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে এর সৌন্দর্য হারাতে বসেছে। তাই যত দ্রুত সম্ভব ওই শিশু পার্কটি এর সৌন্দর্য বর্ধণে সংস্কার করা হবে। তাছাড়া শিশুপার্কটি নতুন সাজে সজ্জিত হলে বিনোদনের জন্য মাত্র স্থান হবে বলে আমার বিশ্বস। শিশুপার্ক টি পনিদর্শন কালে পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, পৌর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা - কর্মচারীসহ এলাকার জন সাধারণ উপস্থিত ছিলেন।