সারাদেশ

জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, দুপুর ২:১২

জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার।
রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক, রাহনুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত রাহনুমা গাজী টিভিতে বার্তাকক্ষ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পান তিনি। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে, সারা রাহানুমা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।