রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। গতকাল ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
গত বছরের ১৫ নভেম্বর আইসিবির চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। দায়িত্ব পাওয়ার নয় মাসের মাথায় গতকাল তিনি পদত্যাগ করলেন। আইসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মতামত