সারাদেশ

মেলান্দহে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

মেলান্দহে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:০৭

জামালপুরের মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রশাসক এস.এম. আলমগীর এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় দেশের চলমান পরিস্থিতির পর্যালোচনা এবং স্বস্তি পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে উক্তব্য রাখেন-স্বাস্ব্য ও প.প. কর্মকর্তা ডা. রফিকুল হক, কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, প্রবিন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, কালবেলার প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান ওবিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, সভাপতি রাশেদুল ইসলামসহ অন্যারা উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় সর্বমহলের সচেতন এবং প্রশাসনকে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।