সারাদেশ

বানভাসি মানুষদের পাশে সালথার 'শান্তির আহ্বান'

বানভাসি মানুষদের পাশে সালথার 'শান্তির আহ্বান'

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, রাত ১২:৫০

তিন দিন ধরে বিরামহীনভাবে ফেনী ও নোয়াখালীতে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের "সালথা শান্তির আহ্বান" স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকাল থেকে শুরু করে সোমবার মধ্য রাত পর্যন্ত ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে একাধিক টিম কোমর ও বুক পরিমাণ পানিতে ভিজে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খিচুরী, শুকনো খাবার, ঔষুধ, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক মো: আইনুজ্জামান আকাশ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, কেফায়েত হোসেন ও আসিফ সহ সালথা শান্তির আহ্বানের স্বেচ্ছাসেবীরা। বন্যাদুর্গতদের জন্য তাদের এসব কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা।