সারাদেশ

ডিমলায় বৃষ্টির জন্য ইসতিস্কারের নামাজ আদায়

ডিমলায় বৃষ্টির জন্য ইসতিস্কারের নামাজ আদায়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, বিকাল ৩:২০

নীলফামারীর ডিমলা উপজেলায় পশ্চিম ছাতনাইয়ে অনাবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির বিশেষ প্রার্থনা ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ১০.৪০ মিনিটে পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদ গাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমান প্রচণ্ড রোদ আর দাবদাহ উপেক্ষা করে নামাজে শরিক হয়। এ সময় ছোট শিশুরাও নামাজে অংশগ্রহণ করে। বেশ কিছুদিন যাবৎ অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণির মানুষ। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল আর সেই সাথে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। প্রচণ্ড দাবদাহ আর অসহ্য গরম থেকে বাচঁতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আকাশের নিচে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মওলানা মো: সাইফুল ইসলাম ।