সারাদেশ

আক্কেলপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

আক্কেলপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, দুপুর ১:৪২

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও শ্রী শ্রী জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য জয়পুরহাটের আক্কেলপুরে পালিত হয়েছে। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুরশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। দিনটি পালনে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের ঘোষপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগওয়ালার সভাপতিত্বে গীতা পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর সাড়ে ১২ টায় একই স্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী, আক্কেলপুর থানার এসআই স্বপন কুমার, বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শীতল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার অন্যতম সদস্য সুবোধ আচার্য্য, বিহারপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক মিহির দাস প্রমুখ। এ ছাড়াও দিনটি পালনে উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, ভোগরাগ ও কীর্তন, অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়েছে।