সারাদেশ

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৬:৩৮

টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ শে আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন– উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী চুরি ঠেকাতে এবং শিয়ালের হাত থেকে রক্ষা করতে তার আখক্ষেতের চারপাশে বিদ্যুতের তারে সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে আরশেদও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ বলেন, ‘কৃষক আরশেদ ও তার স্ত্রী আখক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’ ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।