জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে ৩০-৪০ শিক্ষার্থী।
প্রধান শিক্ষকের দাবি কোমলমতি শিক্ষার্থীদের লেলিয়ে দিয়েছে একটি কুচক্রী মহল।
এবিষয়ে প্রধান শিক্ষক হারুন আর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রায় ৫শত শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। দীর্ঘদিন থেকেই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে চক্রান্ত করে আসছে একটি পক্ষ। স্থানীয় একটি চক্র আমার ও বিদ্যালয়ের হেনস্তা করার লক্ষে স্কুলের ৩০-৩৫ জন কোমলমতি ছাত্র-ছাত্রীদের দিয়ে একটি মিছিল করান।
তিনি আরও জানান, আমি ছাত্রছাত্রীদের দাবি সব মেনে নিয়েছি ও মেলান্দহ উপজেলা নির্বাহী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছি। শিক্ষার্থীদের কিছু দাবি ছিল তা আমি মেনে নিয়েছি।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আলমগীর বলেন, এবিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মতামত