সারাদেশ

নওগাঁয় আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের মাধ্যমে বন্যার্তদের সহায়তা প্রদান

নওগাঁয় আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের মাধ্যমে বন্যার্তদের সহায়তা প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, বিকাল ৫:১৬

নওগাঁর ধামইরহাট আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের পক্ষ বন্যার্তদের সহায়তা প্রদান করা হয়। শনিবার (২৪ আগষ্ট) দুপুর ১টায় আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য উঠানো পঞ্চাশ হাজার টাকা ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম এর মাধ্যমে আস সুন্নাহ ফাউন্ডেশনকে পাঠানো হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নৌকা-স্পিডবোট নিয়ে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবী মানুষজন। অনেকে কভার্ড ভ্যান, ট্রাক, পিক-আপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ, নিরাপদ পানি, চাল-ডাল। কিছু জায়গায় বানভাসিদের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ। আবার বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীরা একদিনের বেতন দান করেছেন। যে যার জায়গা থেকে যেভাবে পারছেন সেভাবেই দাঁড়াচ্ছেন বানভাসি মানুষদের পাশে। অনেকেই বলছেন, দুর্যোগ ঘিরে এমন ‘একতাবদ্ধ বাংলাদেশ’ আগে দেখেননি তারা। এর ধারাবাহিকতায় ধামইরহাট আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের পক্ষ বন্যার্তদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে। অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়ার জায়গাও মিলছে না। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষজন। এদিকে আস সুন্নাহ ফাউন্ডেশনকে সমগ্র দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদান আর্থিক সহায়তা প্রদান করছেন দেশের মানুষজন। ধামইরহাট আল ইত্তেহাদ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের পক্ষ থেকে ও বন্যার্তদের সহায়তায় অংশগ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আব্দুল্লাহ বিন বেলাল, সভাপতি আল ইত্তেহাদ ফাউন্ডেশন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আশেক মাহমুদসহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ প্রমূখ।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন