সারাদেশ

ধামইরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ধামইরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, বিকাল ৩:১৬

নওগাঁর ধামইরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আগের ১৪ সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটিকে ভেঙ্গে দিয়ে নতুন ৩ সদস্য বিশিষ্ট আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক দৈনিক দাবানল পত্রিকার প্রতনিধি মো. আব্দুল্লাহ হামিদী, সদস্য সচিব দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি আব্দুর রাজজাক রাজু, আমাদের অর্থনীতি প্রতিনিধি মো. মাসুদ সরকারকে যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত করা হয়। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় সাবেক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।