ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশার অবাধ চলাচলে বাড়ছে দূর্ঘটনার ঝুকি। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।
হবিগঞ্জ জেলার মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলা বিস্তৃত ঢাকা-সিলেট মহাসড়কের সব জায়গায় দেখা যাচ্ছে নাম্বার বিহীন ঐসব সিএনজি অটোরিকশা। চালকের ও নাই কোনো বৈধ লাইসেন্স। অধিকাংশ সিএনজি তে চালক হিসেবে দেখা গেছে কিশোর বয়সের অনেককেই। তাদের এই বেপরোয়া চলাচলে রীতিমতো আতঙ্কে যাত্রী সাধারণ। অধিকাংশ ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের ও অভিযোগ উঠছে।
কতিপয় সিএনজি চালকের সাথে কথা বলে জানা গেছে, হাইওয়ে পুলিশ থানায় ফিরলেও মহাসড়কে তাদের চলাচলে কোনো বাধা না থাকায় বিপুল সংখ্যক সিএনজি অটোরিকশার এই বেপরোয়া চলাচল।
প্রতিদিন সড়কে চলছে বিপদজনক প্রতিযোগিতা।
শুক্রবার ২৩ আগষ্ট, মাধবপুরের বেলঘর নামক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দেখা যায়, একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে আরেকটি সিএনজি কে পিছন থেকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে র উপরে পড়ে। এতে প্রাইভেট কারটির এক পাশ দুমড়ে মুচরে যায়। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
মতামত