নওগাঁর আত্রাইয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ জনগণ।
বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, উজানে বাঁধ বন্ধ করা ও দাসত্বমূলক সকল চুক্তি বাতিলসহ ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ জনগণ।
শুক্রবার (২৩ আগস্ট)বিকেল পাঁচটায় উপজেলার সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ জনগণ ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখো গেছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম, মনোয়ার হোসেন লোটাস, রাকিব দেওয়ান, মেহেদীশুভ,তারেক সম্রাট, নাহিদ তৌফিক,আদর সহ উপজেলার সাধারণ ছাত্র সমাজ ও সাধারণ জনগণ। এ সময় সাধারণ ছাত্র সমাজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান এবং তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ করেন৷
মতামত