সারাদেশ

মাদকমুক্ত সমাজের দাবিতে বাতিঘরের মানববন্ধন

মাদকমুক্ত সমাজের দাবিতে বাতিঘরের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:১৭

মাওয়া তথা পুরো লৌহজং থানায় মাদকমুক্ত সমাজের দাবিতে আজ শুক্রবার বাতিঘরের ব্যানারে মাওয়া বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। এতে বক্তব্য রাখেন স্থানীয় বি.এন.পি নেতা জনাব মোশারফ হোসেন নসু ও বাতিঘরের সভাপতি মশিউর রহমান (রতন) সহ আরোও অনেকে। এ সময় জনাব মোশারফ হোসেন নসু বলেন, মাদক কে না বলতে হবে, এবং নিজে মাদক সেবন থেকে বিরত থাকতে হবে অর্থাৎ নিজে মাদক বিরোধী কার্যকলাপে অংশ নিলাম কিন্তু চুপিসারে তা আমি নিজেই সেবন করলাম তা হবেনা। এসময় আরোও বলেন, স্থানীয় খেলার মাঠের ক্লাব সবার আগে মাদকমুক্ত করতে হবে যদি কোন খেলার সামগ্রী প্রয়োজন হয় তাহলে তার ব্যাবস্থারও আশ্বাস দেন তিনি’। বাতিঘর সংগঠনের সভাপতি বলেন, এলাকার বিভিন্ন জায়গায় গড়ে উঠতে চাইছে নানা মাদক সেবার এলাকা। এগুলো বন্ধ করতে হবে। মাদক বিক্রীর লাইসেন্স দেওয়া যাবে না। তিনি আরও বলেন, দেশে ইয়াবার উৎপাদন হয় না। তবে এর রুট সবার কাছে পরিচিত। মিয়ানমার সীমান্তে কড়াকড়ি দিয়ে মাদকের প্রতিটি রুট বন্ধ করে দিতে হবে। এছাড়াও স্থানীয় লোকজনের দাবী স্কুলশিক্ষার্থীদের ব্যবসায়ীদের প্রধান টার্গেট স্কুলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে যাতে এখন থেকেই মাদকবিরোধী সচেতনতা তৈরি হয় তাই বাতিঘরের উদ্যেগকে আমরা সাধুবাদ জানাই।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন