সারাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী মেডিকেল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:৫৮

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএম এফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যাবহারের প্রতিবাদে এবং তাদের রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষাক ডাঃ আলমগীর, প্রফেসর ডা: মেজর আব্দুল ওহাব মিনার শিশু বিশেষজ্ঞ ডাঃ শিদ্ধার্থ শংকর সহ ছাত্র নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসকল সল্প মেয়াদি প্রশিক্ষণার্থীদের নামদের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিষ্ট্রেশন বাতিলের দাবি করেন। অন্যথায় স্বাস্থ্য খাত বড় ধরনের হুমকির মুখে পরতে পারে বলে মনে করছেন তারা।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন