শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, রাত ১১:০৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ ছাত্রদের এক দফা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অনশনের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি ড. শাহ আজম শান্তনু। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। পদত্যাগ কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা উল্লেখ করেছেন। তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু তার স্বাক্ষরিত এক কপি পদত্যাগ পত্র তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আগামীকাল শুক্রবার হার্ডকপি পেলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পাদন করা হবে। জানা যায়, গত ১৯ আগষ্ট সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একাডেমিক ভবন ১-এ ভিসি'র পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এসময় তারা দাবি করেন শেখ হাসিনার আশির্বাদপুষ্ট ও তার‌ই অনুগত হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাধারণ ছাত্রদের উপরে তিনি হামলা চালান। এছাড়া বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা ও নিজ অফিস কক্ষকে আওয়ামী লীগ কার্যালয়ের মতো পরিচালনা করার অভিযোগ পাওয়া যায়। পরদিন মঙ্গলবার ২৪ ঘন্টা অতিবাহিত হ‌ওয়ার পরেও ভিসি ড. শাহ আজম পদত্যাগ না করায় তারা একাডেমিক ভবন ১-এ আবারো বিক্ষোভ প্রদর্শন করে জোরদার আন্দোলনের ঘোষণা দেয়। এর‌ই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে আমরণ অনশনে বসে। এসময় প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পরে। এরপর বিকাল সারে ৪ টায় অনশনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে ভিসি ড. শাহ আজম শান্তনু পদত্যাগ করেছেন। খবরটি শুনে আন্দোলনরত শিক্ষার্থীরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। উল্লেখ্য, প্রফেসর ড. শাহ আজম শান্তনু ২০২১ সালের ৮ই ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন