সারাদেশ

ইটনায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন এর উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

ইটনায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন এর উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:০৪

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ডব্লিউ এল সি আর প্রকল্প (পপি) এর স্কুল পর্যায়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার, ২২শে অগাস্ট সকাল ১১ টায় রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন  প্রধান শিক্ষক ঝন্টু রায়। প্রতিষ্ঠান ভিত্তিক রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এ ও বি দুইটি গ্রুপে বিভক্ত করে দূর্যোগ ও জলবায়ূ, আবহাওয়া, জলবায়ূর মধ্যে পার্থক্য, জলবায়ূর পরিবর্তন প্রভাব, জলবায়ূ পরিবর্তনের উপর মানুষের বহুমাত্রিক প্রভাব, সুপেয় পানি, অভিযোজন কি এবং কেন প্রয়োজন, দূর্যোগকালীন প্রজনন স্বাস্থ্যের জন্য নূন্যতম প্রাথমিক সেবা কার্যক্রম, নিরাপদ পানি এবং পানির বিশুদ্ধতা করনের উপায়ের মৌলিক ধারণার উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, ডব্লিউ এল সি আর প্রকল্প (পপি), ইটনা উপজেলা এফ এফ অফিসার প্রভাতী রানী দাস ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলার ডব্লিউ এল সি আর প্রকল্প পপির ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিন।