শিক্ষাঙ্গন

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, বিকাল ৩:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো ক্যাম্পাসের বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এদিকে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক সংগঠন ‘সংবর্ত ৩৬’ ইবির সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জানতে চাই, জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ’ শিরোনামে ফেসবুক লাইভের আয়োজন করে। লাইভের এক পর্যায়ে উপস্থাপিকা গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জান্নাত মিম সমন্বয়কের কাছে এক প্রশ্নে তাকবীর নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এর পরপরই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় তাকবীর নিয়ে হিংসামূলক, রাজনৈতিক কালিমা লেপনের অভিযোগ এনে এর প্রতিবাদে তাকবীর ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন