মোংলা পোর্ট পৌরসভার ভ্যান- রিক্সা শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির সভাপতি হয়েছেন আ. ছালাম ব্যাপারী।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে মোংলা পোর্ট পৌর ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ের সামনে গঠিত এডহক কমিটির সভাপতি আঃ ছালাম ব্যাপারীর সভাপতিত্বে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ইয়াকুব আলী মোল্লা, হাওলাদার মোঃ শহিদুল ইসলাম, আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা। সভায় সহশ্রাধিক ভ্যান রিক্সা শ্রমিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের স্বৈর শাসক পতনের পর এ সংগঠনের নেতৃবৃন্দরা এক সংগে পালিয়ে যায়। এতে গঠনতন্ত্রের ২৬ নং ধারা অনুযায়ী কার্যকরী কমিটির পদ আপনা আপনি বিলুপ্ত হয়ে যায়। একারনে এ শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে এক ধরনের শ্রম অশন্তোষ সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে গত শনিবার (১৭ আগষ্ট) সাধারন সদস্যদের মধ্য হতে আবুল বাশার ব্যাপারীকে সভাপতি করে একটি বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ঐ সভায় আ. ছালাম ব্যাপারীকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটির কমিটির অন্যান সদস্যরা হলেন, মোঃ ইয়াকুব আলী মোল্লা, হাওলাদার মোঃ শহিদুল ইসলাম, আবুল বাশার ব্যাপারী ও আবুল বাশার মৃধা।
বক্তারা আরো বলেন, গঠনতন্ত্রের ১৯ নং ধারা অক্ষুন্ন রেখে যথা সময় সুষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন সম্পন্ন করতে হবে।
পরে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীকে নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান ও মোঃ মাহাবুবুর রহমান মানিককে সদস্য সচিব করে ৫সদস্যের নির্বাচন কমিটি ঘোষনা করা হয়। এ কমিটির অন্যান্যরা হলেন, মোঃ ইয়াকুব আলী মোল্লা, মোঃ ইমরান হোসেন, মোঃ আবুল বাশার ব্যাপারী।
মতামত