সারাদেশ

সিংড়ায় অগ্নিকান্ডে ৮ টি স্বর্ণের দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতি

সিংড়ায় অগ্নিকান্ডে ৮ টি স্বর্ণের দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, দুপুর ২:৫৮

নাটোরের সিংড়ায় ভয়াবহ আগ্নিকান্ডে ৮ টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী স্বর্ণের ব্যবসায়িকরা জানিয়েছেন। এছাড়া পাশের আরও ৫ টি দোকানের আংশিক পুড়ে গেছে। শুক্রবার (২৬ এপ্রিল)  রাত আনুমানিক ৩ টায় সিংড়া বুড়া পীরতোলা এলাকায় নবীন মার্কেটের স্বর্ণ পট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায় , নবীন মার্কেটের স্বর্ণপট্রির  লোকনাথ জুয়েলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে প্রথমে আগুনের সুত্রপাত শুরু হয়। পরে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে।  এতে নবীন সুপার মার্কেটের ৮ টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের আরও ৫ টি দোকানের আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। সিংড়া পৌর মেয়র আলহাজ্ব  জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।