সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন বন্ধসহ ৮দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন বন্ধসহ ৮দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৮:১৮

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায় মানুষেরা । এ সময়  হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। সোমবার (১৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে জেলা প্রশাসক অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ব্যাপক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কার, বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারন সম্পাদক ধনঞ্জয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায় কমিটির আহবায়ক পলাশ চন্দ্র দাস । সমাবেশে বক্তরা সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ জানান । এছাড়াও সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘু সুরা আইন প্রনয়ণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান তারা। সমাবেশ শেষ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।