সারাদেশ

মিডিয়া অফিসের ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ মানববন্ধন

মিডিয়া অফিসের ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, বিকাল ৫:৪৭

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভব‌নের ৭‌টি মিডিয়া অফিসের ন‌্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ। আজ ২০ আগস্ট মঙ্গলবার বেলা ১২ দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সা‌য়ে‌মের আহবানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই"র স্টাফ রিপোর্টার ফেরদৌস র‌বিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকারসহ শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিংসা আর সংঘাত চাই না বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই। যে দুষ্কৃতীরা গণমাধ্যম ভবনে উপরে হামলা, সাংবাদিকদের লাঞ্ছিত করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। আগামীতে এমন ন‌্যাক্কারজনক ঘটনার অব্যাহত থাকলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।