সারাদেশ

নওগাঁর ভীমপুরে নৃগোষ্ঠী আদিবাসী শহীদ আলফ্রেড সরেনের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁর ভীমপুরে নৃগোষ্ঠী আদিবাসী শহীদ আলফ্রেড সরেনের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, বিকাল ৫:৩৭

নওগাঁয় নৃগোষ্ঠী আদিবাসী জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে শহীদ আলফ্রেড সরেনের ২৪ তম মৃত্যুবার্ষিকী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের ভীমপুরে পালিত হয়। নৃগোষ্ঠী আদিবাসী শহীদ আলফ্রেড সরেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার কেন্দ্র কমিটির সদস্য আমিন কুজুর,নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা নয়ন পাহান। বক্তাগন বলেন আজ থেকে ২৪ বছর আগে ছাত্রলীগের ভাড়াটিয়া গুন্ডাদেরকে দিয়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আদিবাসীদের জমি দখল করার একটি চেষ্টা করা হয়। জমি রক্ষার জন্য আদিবাসী দেরকে সঙ্ঘবদ্ধ করে আলফ্রেড সরেন সংগ্রাম গড়ে তুলেন এবং সেই সংগ্রামে আলফ্রেড সরেন কে হত্যা করা হয় আজও আলফ্রেড স্মরণের বিচার হয়নি আর আদৌও সঠিক বিচার পাবে কি শহীদের পরিবার।