দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দিন বন্ধ থাকার পর গেলো শনিবার (১৭ আগস্ট) দুপুর থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হচ্ছে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানিয়েছেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দর বন্ধ থাকলেও দুই দেশের নাগরিকদের যাতায়াত স্বাভাবিক ছিল এবং এখনও চলছে।
এই পুনরায় শুরু হওয়া আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
মতামত