সারাদেশ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, রাত ১০:৫০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত রবিবার (১১ আগস্ট) প্রতিকেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।
আজ ১৮ আগস্ট (রবিবার) সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ টাকা কমে ৮৫ টাকা কেজি দরে। এই দাম কমার খবরে ক্রেতারা খুশি হলেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং বর্তমান সরকার যেভাবে অন্যান্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, সেভাবে পেঁয়াজের বাজারও দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। হিলিবাজারে পেঁয়াজ কিনতে আসা মো. রফিক বলেন, গত সপ্তাহে প্রতিকেজি পেঁয়াজ ৯০ টাকা কিনি। আর আজ রবিবার কিনলাম ৮৫ টাকা কেজি দরে। কেজিতে ৫টাকা কমেছে। রফিক আরও বলেন, পেঁয়াজ প্রতিটি মানুষকেই কমবেশি কিনতে হয়। তাই আমি মনে করি বর্তমান সরকারের উচিত অন্যান্য পণ্যের মতো পেঁয়াজেরও দাম বেঁধে দেওয়া। আরেক ক্রেতা মো: আনোয়ার খান বলেন, পেঁয়াজের দর এই নামে, এই ওঠে। কখনো ১৫০ টাকা, কখনো ১০০ টাকা। এক সপ্তাহ আগেই ছিল ৯০ টাকা কেজি। আজ আবার পেঁয়াজ কিনতে এসে দেখি ৮৫ টাকা কেজি। অন্যদিকে, বিক্রেতারা দাবি করছেন যে, তারা খুব সামান্য লাভে পেঁয়াজ বিক্রি করছেন। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো: ফেরদৌস রহমান 'মুন টাইমস'কে বলেন, তারা নিজেরা পেঁয়াজ আমদানি করেন না। তারা আমদানিকারকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করেন। বন্দর থেকে যে দামে পেঁয়াজ কেনেন, তার চেয়ে কেজিতে মাত্র ৩ থেকে ৫ টাকা লাভ রেখে বিক্রি করেন। ফেরদৌস রহমান আরও বলেন, গেলো রবিবার প্রতিকেজি পেঁয়াজ বন্দর থেকে ৮৫ থেকে ৮৭ টাকা দরে কিনে ৯০ টাকায় বিক্রি করেছি। আর আজ রবিবার বন্দর থেকে ৮০ থেকে ৮২ টাকা কেজি দরে কিনে ৮৫ টাকায় বিক্রি করছি। এরমধ্যে শ্রমিকের মজুরিসহ পরিবহণ খরচও আছে।’
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন