সারাদেশ

বিগত দিনের পরীক্ষা মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশের দাবীতে পটুয়াখালীতে এইচ.এস.সি পরীক্ষার্থীদের মানববন্ধন

বিগত দিনের পরীক্ষা মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশের দাবীতে পটুয়াখালীতে এইচ.এস.সি পরীক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, বিকাল ৫:২১

বিগত দিনে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষা মূল্যায়ন করে ফল প্রকাশের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীরা। “এক মাসের পরীক্ষা ছয় মাসে দিবোনা” সহ বিভিন্ন শ্লোগান সহকারে শনিবার দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাই তাদের সহকর্মীদের এমন অবস্থায় রেখে আগামী এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না । এছাড়াও বিগত দিনের পরীক্ষা মূল্যায়ন করে ফল প্রকাশের দাবী জানান তারা।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন