সারাদেশ

শাহজাদপুরে শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

শাহজাদপুরে শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, বিকাল ৩:৫৫

সিরাজগঞ্জ শাহজাদপুরে ১২ বছরের শিশু কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর ঘর থেকে নগত ৮০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণলংকার লুট করেছে ডাকাতদল। গত শনিবার (১৭ আগষ্ট) রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা উত্তরপাড়া গ্রামে প্রবাসীর শশুড় আব্দুল আজিজের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে মোঃ আব্দুল আজিজ জানান, আমার জামাতা মোঃ বাবর আলী বিদেশে থাকার কারনে আমার মেয়ে ও তার কন্যা সন্তান আমার বাড়ীতেই থাকে। গত শনিবার রাতের খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে ঘুমাইয়া পড়ি। এরপর ঐ রাতে অজ্ঞাতনামা ১০/১২ জন আমার বসত বাড়ীতে এসে আমার মেয়ে মোছাঃ হাসিনা খাতুনের মেয়ে ও আমার নাতনী জেরিন খাতুন(১২)কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমার মেয়ের হাসিনার ঘরের মধ্যে থাকা স্ট্রিলের শোকেজ ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবুজ রানা জানান, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই এবং ডাকাতির বিষয়ে কোন অভিযোগ পাইনি। অপরদিকে থানার এস,আই এখলাছুর হক বলেন অভিযোগ পেয়েছি কিন্তু এখনো তদন্তে যাওয়া হয়নি। এ দিকে অভিযোগকারী আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, আমি ওসির সাথে কথা বলে তারপর অভিযোগ দিয়েছি এবং অভিযোগ দিয়ে তার সাথে দেখা করেও এসেছি। এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখবো।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন