সারাদেশ

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, বিকাল ৩:৪৩

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মানববন্ধনটি কুষ্টিয়া পৌরসভা থেকে শুরু হয়ে শহরের পাঁচ রাস্তার মোড় ঘুরে এসে আবারও কুষ্টিয়া পৌরসভাতে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা সুষ্ঠ বিচারের মাধ্যমে মৌমিতা দেবনাথের ধর্ষকদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সংগঠনটির সাবেক সভাপতি মহাব্বত ফয়সালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটির প্লানিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি সালমান সাহাদাত, কেন্দ্রীয় কমিটির সাবেক আইটি সেক্রেটারি রিয়াদুস সালেহীন এবং ক্যাপ কুষ্টিয়া জোনের বর্তমান সভাপতি রাবেয়া খাতুন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শণ করেন। এসময় তাদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর র‌েপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা’, ‘তনু থেকে মৌমিতা, ঢাকা থেকে কলকাতা’, ‘বিচার কেন চাইতে হবে?, তবে কি রাষ্ট্র রেপিস্ট পালে?, চলো যাই যুদ্ধে রেপিস্টের বিরুদ্ধে’সহ বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, আমরা কলকাতায় মৌমিতার সঙ্গে ঘটা এ মর্মান্তিক ঘটনার দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে আর কোনোদিন কেউ এ ধরনের কর্মকান্ড ঘটাতে সাহস না পায়। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। এরআগে, গত ৯ আগস্ট কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে মৌমিতা দেবনাথকে (৩০) গণধর্ষণের পর হত্যা করা হয়। কলেজটির স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন মৌমিতা। এ ঘটনায় কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন