৪৬ তম বিসিএস প্রিলি দিচ্ছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী

৪৬ তম বিসিএস প্রিলি দিচ্ছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, দুপুর ১:৩৭

গত বছর ৪৬ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন পাওয়া যায় ৩ লাখ ৩৮ হাজার। এই আবেদন চলে ৩০ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত। সে অনুযায়ী ৪৬ তম বিসিএস পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে (শুক্রবার, ২৬ এপ্রিল)। বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রত্যেক বার এর পরীক্ষার মতই এবার ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) কিছু নির্দেশনা দিয়েছেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯ টা ৩০ মিনিট এর ভেতর আসন গ্রহণ করতে হবে। এর পর পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও, পরীক্ষার্থী বইপুস্তক, ঘড়ি, মোবাইলফোন, ক্যালকুলেটর, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনতে পারবে না। এসব কেও বহন করলে বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪- এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থির পরীক্ষা বাতিল এবং ভবিষ্যতে কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় ওই প্রার্থী অযোগ্য ঘোষিত হবেন। এদিকে, ঢাকার ৯৬টি পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা পরীক্ষার কেন্দ্রের ভেতরে ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে নিয়োগ পেয়েছেন। এবং পিএসসি কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।