নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত তাইয়্যেবা রহমান ঐশী

নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত তাইয়্যেবা রহমান ঐশী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, রাত ১১:৪৮

এ প্রজন্মের অভিনেত্রী মিষ্টি মেয়ে তাইয়্যেবা রহমান ঐশী। বিজ্ঞাপনচিত্র ও একক নাটক নিয়েই তার ব্যস্ততা। তার প্রথম নাটক ‘রংমহল’। তারপর কাজ করেন গ্রীন টিভির ‘বালিঘর’ ধারাবাহিকে। সে সূত্র ধরে ঐশী এখন অভিনয়ে নিয়মিত। নবাগতা হলেও মিলিয়ন ভিউতে পৌঁছেছে তার অভিনীত নাটক।
আলাপের শুরুতে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তাইয়্যেবা রহমান ঐশী বললেন, দেশের সার্বিক পরিস্থিতির জন্য গেল কিছুদিন ধরে শুটিং হচ্ছে না। টিভি চ্যানেল ও ইউটিউবের জন্য খণ্ড নাটকের কাজ করা হচ্ছে বেশি। সম্প্রতি একুশে টেলিভিশন ও বৈশাখী টেলিভিশনের জন্য নাটকের কাজ শেষ করেছি। বিটিভির শনিবারের সাপ্তাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। মাসে দুটো করে নাটক প্রচার হচ্ছে। ধারাবাহিক নাটক দিয়ে আলোচনায় এলেন। সে ধারাবাহিকে তার দেখা মিলছে না। কারণ কী প্রশ্ন করলে তিনি জানান, ‘বালিঘর’ গ্রীন টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত নয়টায় প্রচার হতো। এর পর অনেকগুলো কাজের কথা হয়েছিল। কিন্তু দেখা যায় মাসে ২০ দিনের বেশি সময় দিতে হয়। যা আমার পক্ষে কঠিন। আইন বিষয়ে পড়ছি। সিএ পড়ছি ও ফার্মে কাজ করছি। তাই মাসে ১০ দিনের বেশি সময় দেওয়া যায় না। এ জন্যই একক নাটকে কাজ করছি বেশি। অভিনয়, চাকরি ও পড়াশোনা কীভাবে সামলান প্রশ্ন করলে ঐশী জানান, ইউটিউবের কাজগুলো একদিনে শেষ হয়। দিনে ২০টির মতো দৃশ্যের শুটিং করতে হয়। ঢাকার বাইরে থাকলে বাসায় ফিরতে মধ্যরাত হয়ে যায়। পরদিন সকালে অফিস ধরতে হয়। তাই ঘুমানো যায় না ঠিকমতো। সকলে আমাকে সহযোগিতা করেন বলে একসঙ্গে সব সামলাতে পারছি। ঐশী জানালেন তার কাছে ওয়েব প্ল্যাটফর্মে কাজের প্রস্তাব এসেছে। তিনি বললেন, ওটিটিতে কাজের জন্য অডিশন দিয়েছি। সামনে ওটিটির কাজ আসবে। ভালো গল্পের কাজ হলে ওটিটিতে অবশ্যই কাজ করব। শুধু ওটিটি নয়, ঐশীর কাছে এসেছে সিনেমার প্রস্তাবও। সে প্রসঙ্গে তার ভাষ্য, সিনেমার জন্য মনে হচ্ছে এখনো আমি প্রস্তুত নই। আর গান নির্ভর মিউজিক ভিডিও হলে কাজ করব। উল্লেখ্য, ঐশী অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে চেয়ারম্যানের অহংকারী মেয়ে, কলঙ্কিনী, গরিব মায়ের ছেলে, প্রবাসী মেহমান ইত্যাদি। বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে সূর্যমুখী হাসি ক্লিনিক, গ্রামীণফোন, বাংলালিংক, প্রাণ, ফ্রেশ প্রভৃতি। আরও পড়ুন: গণমাধ্যমকর্মীর পাশাপাশি এবার অভিনয়ে শুভ খান, আসছে নতুন নাটক ‘ভুলটা আমারই ছিল’  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন