সারাদেশ

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, রাত ১১:০২

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে আরইউজে মিলনায়তনে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: সোলাইমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল কবির স্বপন, সাংবাদিক রায়হান ইসলাম রনি, মশিউর রহমান ও মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন