সারাদেশ

তাড়াশে পৌর বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

তাড়াশে পৌর বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, বিকাল ৪:২২

সিরাজগঞ্জের তাড়াশে পৌর বিএনপির উদ্দ্যেগে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়েছে । শনিবার (১৭আগষ্ট) সকালে পৌর এলাকার মহুরী অফিস এলাকা থেকে একটি শান্তি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাড়াশ ডিগ্রি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়। এ সময় সমাবেশে তাড়াশ পৌর এলাকার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার বারিক। সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য মোক্তার হোসেন, রাশিদুল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক হিরা আহমেদ প্রমুখ।