নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল হক রফিক এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস. এম. শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা খন্দকার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতার হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, কবি ও লোকসংস্কৃতি গবেষক ফখরুল হাসান।
এসময় আরো বক্তব্য রাখেন, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, সহসভাপতি এনামুল হাসান তামজিদ, সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, মেহেদী হাসান তানিম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশিষ্ট আলেম মাওলানা ছগির আহমদ দোয়া পরিচালনা করেন।
মতামত