সারাদেশ

তাড়াশে বেগম জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

তাড়াশে বেগম জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, সন্ধ্যা ৭:৪০

সিরাজগঞ্জের তাড়াশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকালে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপি'র সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে বেগম জিয়ার জন্মদিন পালিত হয়। এ সময় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। বেগম জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির নেতা- কর্মীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ছাত্ররা জীবন দিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাঁরা আরো বলেন, দীর্ঘ ১৬ টি বছর আমরা বিএনপির দলীয় নেতা- কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে কোন কেক কাটতে দেয়নি স্বৈরাচারী আ' লীগ সরকারের নেতারা। আজ সময় এসেছে। তাই বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে আনন্দ ও উৎফুল্লর মধ্যে দিয়ে কেক কাটা হলো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক মো. ছাইদুর রহমান, তথ্য ও গবেষক সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, যুবদলের আহবায়ক মো. শাহাদত ফকির, যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।