গণমাধ্যমকর্মীর পাশাপাশি এবার অভিনয়ে শুভ খান, আসছে নতুন নাটক ‘ভুলটা আমারই ছিল’

গণমাধ্যমকর্মীর পাশাপাশি এবার অভিনয়ে শুভ খান, আসছে নতুন নাটক ‘ভুলটা আমারই ছিল’

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৩২

দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন শুভ খান। যদিও করোনার আগে নিয়মিত কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। গণমাধ্যমকর্মী হওয়ায় করোনার পরে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেভাবে আর অভিনয় করতে পারেননি তিনি।
সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম। নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন, দারুণ একটি গল্প যেখানে প্রেম, বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছু আছে। গল্পটি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান যিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন এসএম রুবেল রানা। নাটকের বিষয় কথা হয় তাসনোভা নিঝুমের সঙ্গে। তিনি বলেন, বিয়ে, দাম্পত্য জীবন, ভালোবাসায় ভুল বোঝা-বুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষে হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরনের মেসেজ আছে; দর্শকদের ভালো লাগবে। নাটকটিতে শুভ খান ও তাসনোভা নিঝুম ছাড়াও আরো অভিনয় করেছেন- জিধান সরকার, আনোয়ার শাই। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন