সারাদেশ

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু 

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু 

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, রাত ৯:৩০

জামালপুরের মেলান্দহে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পর্শে  শাহজাহান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চরপলিশা ঝিনাই ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপুলিশা পূর্বপাড়া গ্রামের মৃত এন্দা শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শাহজাহান ঝিনাই ব্রীজ এলাকায় সেচ পাম্পু থেকে জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয় টা শুনেছি। এবিষয়ে একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।