সারাদেশ

বগুড়ায় একজন ভুয়া ডাক্তার গ্রেফতার

বগুড়ায় একজন ভুয়া ডাক্তার গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, দুপুর ১:২৭

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় আক্তারুজ্জামান (৩৮) নামের এক ভুয়া ইএনটি (নাক, কান ও গলা) বিশেষজ্ঞ ডাক্তারকে গ্রেফতার করেছেন পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ গ্রামের চাঁদ আলী সরকারের ছেলে। এ ঘটনায় আক্তারুজ্জামানের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, টনসিল রোগে আক্রান্ত সোহেল রানা (১৮) নামের এক রোগীকে সাথে নিয়ে গতকাল বুধবার রাত ৯টার দিকে বগুড়ার বনানীস্থ ‘বনানী মডেল হসপিটাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে যান আক্তারুজ্জামান। নিজেকে নাক, কান, গলা রোগের চিকিৎসক দাবি করে হাসপাতালের পরিচালক ডা. জয়নাল আবেদীনকে বলেন, ‘তার হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি সোহেল রানার টনসিল অপারেশন করতে চান। তার আচরণ ও কথাবার্তায় অস্বাভাবিক ও কিছুটা সন্দেহ হলে হাসপাতালের পরিচালক একজন এনেসথেসিস্ট ডাকেন। এর পর এনেসথেসিস্ট আক্তারুজ্জামানের সাথে কথা বলেন এবং তারও বিষয়টি সন্দেহ হয়। এমতাবস্থায় তিনি বগুড়া শহরের কয়েকজন ডাক্তারের সাথে বিষয়টি নিয়ে পর্যালোচনা করে নিশ্চিত হন যে, আক্তারুজ্জামান একজন ভুয়া ডাক্তার। এ বিষয়ে তিনি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিষয় টি অভিহিত করলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মোছা. জাকিয়া সুলতানাকে বিষয়টি তদন্ত করে দেখতে দায়িত্ব দেওয়া হয়। এ সময় আক্তারুজ্জামানকে তার ডাক্তারী সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপর কর্তৃপক্ষ বগুড়া শাজাহান পুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আক্তারুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় ডা. মোছা. জাকিয়া সুলতানা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুয়া ডাক্তার গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।