জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আজ বুধবার (১৪ আগস্ট) উপজেলা বিএনপির আয়োজনে কলেজ বাজার ধানাহাটিতে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আফাজ উদ্দীন, পৌর আহবায়ক কমিটির সদস্য ও পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম পল্টু, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইকু, সাবেক উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ।
এসময় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিবেসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাস্তায় শান্তি সমাবেশ করা হচ্ছে। যাতে করে রাস্তায় কেউ যেন কোন অরাজকতা সৃষ্টি না করে। দুর্বিদ্ধরা আইন শৃঙ্খলার অবনিতি না ঘটানে পারে।
মতামত