শেরপুর শহরের পৌরসভার চকপাঠক মহল্লার বাসিন্দা মোঃ আঃ লতিফ (৬৩) নামে এক কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত শাখা ব্যবস্থাপককে ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে এলোপাথারী ছুরি কাঘাতে হত্যা প্রচেষ্টা চালিয়েছে একই মহল্লার হোসেন আলীর মাদক সেবী ছেলে নবীন মিয়া (২৫) নামে এক যুবক। পরে নবীন মিয়াকে স্থানীয় এলাকাবাসী উত্তম-মধ্যম দিয়ে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যাংক কর্মকর্তা আঃ লতিফের পরিবার সূত্রে জানা গেছে, চকপাঠক মহল্লার বাসিন্দা আঃ লতিফ প্রতিদিনের মত বিকেলে স্থানীয় মসজিদে নামাজ আদায় করে অন্যান্য মুসুল্লীদের সাথে নিজ বাসার কাছে পৌছামাত্র একই মহল্লার মাদক সেবী নবীন মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আঃ লতিফের বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে মাদক সেবী নবীন মিয়া আটক করে উত্তম-মধ্যম দিয়ে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা গেছে, নবীন মিয়া দীর্ঘদিন ধরে ওই ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের কাছে বিভিন্ন সময় চাঁদা এবং হত্যার হুমকি দিয়ে আসছিল। এসব ঘটনার জের ধরেই মঙ্গলবার বিকেলে আঃ লতিফকে সে হত্যার প্রচেষ্টা চালায়।
এঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার বিকেলে ধৃত নবীন মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতামত